উচ্চ আদালতে পাকুন্দিয়া বিএনপির ১১৪ নেতাকর্মীর আগাম জামিন

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ১১৪জন নেতাকর্মীর আগাম জামিন মুঞ্জুর করেছেন উচ্চ আদালত। সোমবার (১২ সেপ্টেম্বর) বেরা আড়াইটার দিকে হাই কোর্টের তিন নম্বর বেঞ্চের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন মুঞ্জুর করেন। পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এএসএম মিনহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ও অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন।

উল্লেখ্য যে, গত শনিবার (৩ সেপ্টেম্বর) তেল, গ্যাসসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপির শতাধিক নেতকর্মীসহ পুলিশের ৯জন সদস্য আহত হন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই রাতেই পুলিশ বাদী হয়ে বিএনপির ১৩৯জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০০জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ২৫ আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

Share.