স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় পাল্টা পাল্টি শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্ধিত সভা পণ্ড হয়ে যায়। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। আজ শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা অডিটরিয়মে আয়োজিত সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
-
প্রথমে বিকেল পাঁচটায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শান্তিপূর্ণ ভাবে বর্ধিত সভা শুরু হয়। সন্ধ্যায় সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বক্তব্য দেওয়ার সময় পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। একপর্যায়ে সভাপতি শরীফুল ইসলামের পক্ষের নেতাকর্মীদের সাথে সাধারণ সম্পাদক শামীম আহম্মেদের লোকজনের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।
-
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চ ত্যাগ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণের পর অনুষ্ঠান স্থলে জরুরি সভা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের অবগত করা হয়েছে বলে জানান তারা।
সভায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল কাফি মন্ডল, ডাঃ উম্মে সালমা মুনমুন, তারেক মাহমুদ চৌধুরী পাপ্পুসহ তিন ডজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।