হোসেনপুরে শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রক্ষ্মপুত্র নদে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। সোমবার বিকেলে উপজেলার সিদলা ইউনিয়নে সাহেবেরচর এলাকায় নৌকাবাইচের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।

দুই কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে নৌকাগুলো বাইচে অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে এসময় নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদের দুই পাড়ে বিভিন্ন উপজেলা থেকে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধাসহ লাখো মানুষের ঢল নামে।

গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে নৌকাবাইচের আয়োজন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। প্রতিযোগিতায় ছোট বড় মোট ১৮টি নৌকা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় হোসেনপুর পৌরসভা মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share.