দূর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে পাকুন্দিয়ায়

0

আছাদুজ্জামান খন্দকারঃ
আসন্ন শারদীয় দূর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যাতে করে আগের মতই চলতি বছরেও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা সফল ভাবে উদযাপিত হয়। সে লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবেন পুলিশ সদস্যরা।

কেউ কোন রকম অপরাধ করে পার পাওয়ার সুযোগ পাবে না। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা সজাগ থাকবে।

মঙ্গলবার বেলা ১১টায় শুরু হওয়া আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান এসব কথা বলেন।

  • তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রেখে উপজেলার সব পূজা মন্ডপ গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন থাকবে। থাকবে স্বেচ্ছাসেবকরাও। পূজা মন্ডপে আসা প্রতিটি ব্যক্তির দেহ তল্লাশীর ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া কেউ যাতে সাথে ব্যাগ বহন না করে সে বিষয়েও নির্দেশনা রয়েছে।

সাধারণ মানুষের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের সর্বাত্মক সহযোগিতা পেলে যে কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই পূজা উৎসব সফল ভাবে পার করতে পারবে পুলিশ প্রশাসন।

আলোচনা সভায় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ছাড়াও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, উপ-পরিদর্শক মোশারফ হোসেন, শাহ কামাল, আরিফ রব্বানী, পাকুন্দিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, জাংগালিয়া প্রহলাদ সাহার বাড়ীর পূজা কমিটির সভাপতি পরিমল সাহা, হোসেন্দী জি-পালের বাড়ির পূজা কমিটির সভাপতি প্রীতিময় পালসহ ১৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা থেকে জানা যায়, এ বছর পাকুন্দিয়া উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে মোট ১৫টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হবে। এসব পূজা মন্ডপে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, আর্মড পুলিশের নিয়মিত কয়েকটি মোবাইল টিম মোতায়েন থাকবে।

Share.