হোসেনপুরে নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজের ৩৮ ঘন্টা পর তিনজনের মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে পনিতে ডুবে নিখোঁজের ৩৮ ঘন্টা পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আজ বুধবার সকাল ছয়টার দিকে সিফাত (১৫) ও তার ভাতিজা ইয়াছিন (৫) এর মরদেহ নৌকাবাইচের ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে খুরশীদমহল সেতুর নীচ থেকে এং সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে গাভীশিমুল এলাকা থেকে শামীম (৩৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করে জানান,আমাদের ডুবুরীদল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। সবার মরদেহ ময়মনসিংহের গফরগাও উপজেলার পাগলা থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

  • মরদেহ তিনজনের মধ্যে রয়েছেন হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম (৩৫), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরশাখচুড়া গ্রামের ছমেদ আলীর শিশু পুত্র সিফাত (১৫) ও একই গ্রামের মনির উদ্দিনের ছেলে নিখোঁজ সিফাতের ভাতিজা ইয়াছিন (৫)। গত সোমবার (১৯ সপ্টেম্বের) সন্ধ্যা ৬টার দিকে হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে এ র্দুঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বিভিন্ন সুত্র জানা যায়, সোমবার বিকালে সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সাহেবেরচর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করে। এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। এ সময় নৌকা বাইচ দেখতে নৌকা ভাড়া করে নদীতে আনন্দ উৎসব করতে থাকে আগত দর্শকরা। এছাড়া উৎসুক জনতা ও উঠতি বয়সের ছেলেরা নৌকা বাইচের ছবি মোবাইলে ধারণ করতে থাকে। আকস্মিকভাবে বাইচ প্রতিযোগিতার একটি নৌকা দর্শকদের ভাড়া করা একটি নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি তাৎক্ষণিক ডুবে যায়। এ সময় অনেকেই সাতাঁর কেটে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও ওই তিনজনকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।

Share.