খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোসেনপুরে মীনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ সেপ্টেম্বর) হোসেনপুর উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে বর্ণার্ঢ্য
র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইমান আলী, এটিএম আহসানউল্লাহ, শাহানারা আক্তার, হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন প্রমুখ নেতৃত্ব দেন।
র্যালি ছাড়াও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মীনা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।