আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রায় ১২বছর পর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার এ কমিটির অনুমোদন দিলেও আজ বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।
সংগঠন সূত্রে জানা যায়, কমিটির মেয়াদ এক বছর করা হয়েছে। আগামি ৩০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারন সম্পাদম মোহাম্মদ ফয়েজ উমান খান এ কমিটির অনুমোদন দিয়েছেন।
নাজমুল আলমকে উপজেলা কমিটির সভাপতি এবং মো.তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৯সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি মো.আরমিন, মো.আবদুল্লাহ আল-আমিন শেখ মিশু, এয়াদুদ জামান সাগর, জিয়াউল হক জনি, মাহবুব আজাদ তন্ময়, অপূর্ব সাহা, আশিকুর রহমান অভিক, মো.রায়হান মিয়া ও মো.বরকত, সহসাধারণ সম্পাদক মো.রবিন, মো.আলমগীর হোসেন বাদশা, মো.সাব্বির হোসেন ও মাহমুদুল হাসান রাজিব, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম ছোটন, আল-জোবায়ের নিবিড়, রাকিব হাসান ভূঁইয়া ও মেহেদী হাসান রুমান।
ছাত্রলীগ সূত্র জানায়, সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১০সালের ২০ডিসেম্বর। তখন মোহাম্মদ এখলাছ উদ্দিনকে আহ্বায়ক করে ৫১সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এ ব্যাপারে জানতে নবগঠিত কমিটির সভাপতি নাজমুল আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।