কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধার তালিকায় রাজাকারের নাম, প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার চার চিহ্নিত রাজাকারের নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার প্রতিবাদে ও দ্রুত তাদের নাম মুক্তিযোদ্ধা তালিকা হতে বাতিলের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা ভূপাল চন্দ্র নন্দী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের আঃ রহমানের পুত্র রাজাকার মো. রফিম, পাড়াপরমানন্দ গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে রাজাকার মরম আলী মোল্লা, জালুয়াপাড়া গ্রামের মৃত তালেব হোসেনের পুত্র রাজাকার আজিম উদ্দিন ও মাইজখাপন ইউনিয়নের মৃত ইসমাইল ভূইঁয়ার পুত্র রাজাকার মৃত সুলতান আহম্মদ এলাকার চিহ্নিত রাজাকার হিসেবে পরিচিত।

২০১৩ সাল হইতে এ চার রাজাকারের নাম মুক্তিযোদ্ধা তালিকা হতে বাতিলের দাবি জানিয়ে আসছে মুক্তিযোদ্ধারা। এ চারজন যে রাজাকার তার তথ্য প্রমাণসহ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী ও জামুকা বরাবরে আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি। মুক্তিযোদ্ধারা রাজাকারদের নাম মুক্তিযোদ্ধা তালিকা হতে বাতিলের দাবিতে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা নুরুল হক, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Share.