স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চতুর্থ বারের মতো বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। তিনি (চশমা) প্রতীক নিয়ে (৯৬১) ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি মনোনীত অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেণু (আনারস) প্রতীক নিয়ে (২৫৮) ভোট পেয়েছেন। এছাড়া আশিক জামান এলিন (মোটর সাইকেল) প্রতীক (১৫৯) ভোট, মোঃ সেলিম (হেলিকপ্টার) প্রতীক (১৩) ভোট ও হামিদুল আলম চৌধুরী (ঘোড়া) প্রতীক (১৩৬) ভোট পেয়েছেন।
সাধারণ সদস্য পদে (কিশোরগঞ্জ সদর) মোহাম্মদ মোজাম্মেল হক (তালা) প্রতীকে (৮১) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া অপর প্রতিদ্বন্দ্বী মোঃ সাজ্জাদুল ইসলাম (অটোরিক্সা) প্রতীকে (০৪) ভোট, মোঃ সানোয়ার হোসেন (টিউবওয়েল) প্রতীকে (৭৪) ভোট পেয়েছেন।
(ভৈরব) কাইসার আহমেদ ভূঁঞা (ঘুড়ি) প্রতীক ও মো. জাকির হোসেন (তালা) প্রতীক ৫১ ভোট করে পান। দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন আইন অনুযায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে লটারি করা হবে।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন (নিকলী-বাজিতপুর) বাজিতপুর উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান ছারওয়ার আলমের স্ত্রী ইয়াছমীন আক্তার।
এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর দুইটায়। জেলার ১৩টি কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৫ শত ৪৮জন, এতে চেয়ারম্যান পদে ৫জন, সাধারণ সদস্য ৩৭ জন ও সংরক্ষিত আসনে ১২জন প্রতিদ্বন্দ্বিতা করেন।