কিশোরগঞ্জের হোসেনপুরে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের সাত দফা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে গণঅনশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোসেনপুর কেন্দ্রীয় শ্রীশ্রী কালি মন্দির প্রাঙ্গণে এ গণঅনশন কর্মসূচী পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার যৌথ আয়োজনে এ কর্মসূচী বাস্তবায়ন হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকারের সভাপতিতে ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি হারাধন চন্দ্র দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক তাপস, নারী নেত্রী গীতা রানী ঘোষ, ঝরনা রানী সরকার, বিথী রানী মোদক ও কল্পনা রানী সরকার প্রমুখ।