পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, বাল্কহেড জব্দ তিনজনের কারাদন্ড

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে ২৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় একটি বালু ভর্তি বাল্কহেড জব্দ করা হয়। শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার উলুসারা গ্রামের মো. আবদুল আলীর ছেলে মো. মিলন মিয়া (৫০), ময়মনহিংসের গফরগাঁও উপজেলার চাকুয়া গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে শামীম (২৭) ও একই জেলা ও উপজেলার উরসাই গ্রামের মো. সোবান মিয়ার ছেলে বকুল (২৮)।

জানা যায়, উপজেলার ব্রহ্মপুত্র নদের দক্ষিণ চরটেকী এলাকা থেকে দীর্ঘদিন ধরে খনন যন্ত্র দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে আসছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। এতে চর এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। ফলে আবাদী জমিসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে বালু ভর্তি একটি বাল্কহেডসহ তিনজন শ্রমিককে আটকের পর তাদের বিরুদ্ধে কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার বলেন, আমরা প্রতি নিয়ত এ অবৈধ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছি। এর আগেও এই নদ থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের ধরে জেল জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Share.