নিম্ন আদালতে পাকুন্দিয়া বিএনপির ১১৪জন নেতাকর্মীর জামিন মঞ্জুর

0

আছাদুজ্জামান খন্দকারঃ
দলীয় কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া বিএনপির ১১৪জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন নিম্ন আদালত।

আজ রবিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তাঁরা জামিনের জন্য আবেদন করেন। এ সময় আসামীপক্ষের শুনানী শেষে জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি আগামী ১৫ নভেম্বর একই আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এএসএম মিনহাজ উদ্দিন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানী করেন আইনজীবী মিঞা মো. ফেরদৌস ও আইনজীবী মো. আমিনুল ইসলাম রতন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর সোমবার হাইকোর্ট বেঞ্চ ওই ১১৪জন নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন। নির্ধারিত সময়ের মধ্যে তাদের সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পন করতে বলা হয়েছিল।

উল্লেখ্য যে, গত ৩ সেপ্টেম্বর শনিবার তেল, গ্যাসসহ নিত্য পন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপির শতাধিক নেতাকর্মীসহ পুলিশের নয়জন সদস্য আহত হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই রাতেই পুলিশ বাদী হয়ে বিএনপির ১৩৯জন নেতকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০০জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ওই ১১৪জন নেতাকর্মী গত ১২ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন।

Share.