আছাদুজ্জামান খন্দকারঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাকুন্দিয়া থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১টার দিকে পাকুন্দিয়া থানা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর বাজার প্রদক্ষিণ শেষে থানা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে পাকুন্দিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসার ইনচার্জ (দায়িত্বরত) মো. নাহিদ হাসান সুমনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া থানা হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পুলিশিং কমিটির সভাপতি পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, পৌর মেয়র নজরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আ. মান্নান, সুখিয়া ইউপি চেয়ারম্যান আ. হামিদ টিটু, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, পাকুন্দিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মুঞ্জুরুল হক মুঞ্জ প্রমুখ। পাকুন্দিয়া থানার এসআই মিজানুর রহমানের সঞ্চালনায় এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গ্রামপুলিশসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।