ব্রেইন স্ট্রোকে আক্রান্ত মিনার আর্থিক সাহায্যের আকুতি

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
সুন্দর এই পৃথিবীর মায়া ছেড়ে কেউ মরতে চায়না। বাঁচার তাগিদে জীবনের শেষ দেখাটাও দেখতে চায় যে কোনো মুমূর্ষ রোগী। তারই একজন হতভাগা মিনা বেগম। কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে মিনা।

চলতি বছরের ৫ সেপ্টেম্বর হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে মিনাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগণ বোর্ড বসিয়ে রোগ নির্ণয়ের জন্য এম আর ও মাথার সিটিস্ক্যান করে। বহু চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য কমপক্ষে দুই লক্ষ টাকার প্রয়োজন। অসুস্থ মিনার পরিবারের সহায় সম্বল বলতে কিছুই নেই। দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার সম্পূর্ন ব্যয়ভার বহন করা সম্ভব নয়। ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান ডা: কাজী গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে অসুস্থ মিনার চিকিৎসা চলছে। সমাজের বিত্তবান লোকদের নিকট মিনার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন তার পরিবার।

জানতে চাইলে হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক বলেন, মিনার চিকিৎসার জন্য স্থানীয় ভাবে কিছু আর্থিক সাহায্য করা হয়েছে। মানবিক কারণে তার সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের গিয়ে আসা উচিত।

Share.