কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম উইং-এর উদ্বোধন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম উইং-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরিতে স্থাপিত উইংয়ের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি। পরে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উইংয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, সৈয়দ নজরুল ইসলামের রাজনৈতিক জীবন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা ও দেশের উন্নয়ন অগ্রযাত্রার বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বই রাখা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শেখ নূরন্নবী বাদল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাংবাদিক মু.আ লতিফসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share.