আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি জমি থেকে আবুল কাশেম বজলু নামের এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধারের এক মাস পেরিয়ে গেলেও এখনও মৃত্যু রহস্য উদঘাটন হয়নি। তবে পুলিশ বলছে, তারা ওই ইউপি সদস্যের মৃত্যু রহস্য উদঘাটনের জন্য তদন্ত করছে। এদিকে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনো নিশ্চিত নয় পুলিশ। মৃতের পরিবার বলছে, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু একটি মহল ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করছে।
মৃত আবুল কাশেম বজলু উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ছিলেন। তিনি ওই এলাকার মিরদী গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, আবুল কাশেম বজলু গত এক অক্টোবর শনিবার বিকেলে বাড়ি থেকে বের হন। রাত ৮টা পর্যন্ত তাকে মঠখোলার বটতলা বাজারে দেখতে পায় এলাকাবাসী। সেখানে তিনি স্থানীয় লোকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। রাত ৯টার দিকে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে তার শেষ কথা হয়। এসময় তিনি বলেছিলেন, কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবেন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় রাত ১২টার দিকে তার মুঠোফোনে স্ত্রী কল করলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন সারারাত তাকে খোঁজাখুজি করেছেন। কিন্তু কোনো সন্ধান পাননি। দুই অক্টোবর রবিবার সকালে নিজ বাড়ি থেকে কোয়ার্টার মাইল দূরে পুটিয়া গ্রামের একটি শসা খেতের ড্রেনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
মৃতের ছেলে মো.আমিনুল ইসলাম বলেন, আমাদের ধারণা আব্বাকে পরিকল্পিতভাবে হত্যা করে ওই জমিতে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নইলে আব্বা এতো রাতে ওইখানে একা যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। অতিদ্রুত তদন্ত করে আব্বার হত্যাকারী খুঁজে বের করতে ঊর্দ্ধতন কর্র্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নাজমুল হুদা রুবেল বলেন, তিনি আমার পরিষদের একজন সদস্য ছিলেন। তার মৃত্যুতে আমরা মর্মাহত। তার মৃত্যু রহস্যটি অতিদ্রুত তদন্ত করে বের করার জন্য পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বলেন, ইউপি সদস্যের মৃত্যু রহস্যটি উদঘাটনে মাঠে কাজ চলছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।