আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে আবু সিদ্দিক (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০বোতল বিদেশী মদ জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সাইফুল ইসলাম নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়। রবিবার দিবাগত রাতে উপজেলার বীরপাকুন্দিয়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
আটক আবু সিদ্দিক বীরপাকুন্দিয়া গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে এবং পলাতক সাইফুল ইসলাম একই গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে। আবু সিদ্দিককে আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক(এসআই) ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তার নেতৃত্বে রবিবার রাত ৮টার দিকে ডিবির একটি দল বীরপাকুন্দিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি আবু সিদ্দিককে ১০বোতল বিদেশী মদসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই গ্রামের মাদক স¤্রাট সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যায়। গোয়েন্দা পুলিশের সদস্যরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৪লিটার মাদক তৈরির স্পিরিট ও ১০বস্তা মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
তিনি আরও জানান, পলাতক মাদক স¤্রাট সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আবু সিদ্দিককে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।