কিশোরগঞ্জে বিএনপি’র সংবাদ সম্মেলন ও মানববন্ধন

0

স্টাফ রিপোর্টারঃ
জনগনের টাকায় যাদের বেতন হয়, গুলি ক্রয় করা হয় সেই গুলি আজ জনগণের বুকে ছোড়া হচ্ছে। পাখি মারার মতো জনগণের বুকে গুলি করে মানুষ মারা যেন আওয়ামী লীগ সরকারের চর্যাগত অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। আজ সকালে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র আয়োজনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর পুলিশের নগ্ন হামলা, মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দদের মুক্তি দিতে হবে। বর্তমান ফ্যাসিষ্ট সরকারের দিন শেষ হয়ে আসছে। এ সরকারের পক্ষে যেসব কর্মকর্তা দালালি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, জনগণের বুক থেকে রক্ত ঝরাচ্ছে তাদের নামের তালিকা করা হচ্ছে। তাদেরও বিচারের আওতায় আনা হবে। পরে কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় জেলা বিএনপি’র সভাপতি ও ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপি’র সহ-সভাপতি রেজওয়াল করিম চুন্নু, জাহাঙ্গীর মোল্লা, অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.