আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে পাচার করার সময় সরকারি বিভিন্ন জাতের ৩০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিএফপি ১৩বস্তা, এমওপি ১২বস্তা ও টিএসপি ৫বস্তা সার উদ্ধার করে উপজেলা কৃষি বিভাগ। আজ শুক্রবার বিকেলে পাশ^বর্র্তী হোসেনপুর উপজেলার গলাচিপা এলাকায় একটি টমটম থেকে এ সারগুলো উদ্ধার করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি অফিস জানতে পারে একটি কালোবাজারি চক্র সরকারিভাবে আমদানি করা ডিএফপি, এমওপি এবং টিএসপি সার পাকুন্দিয়া উপজেলা থেকে পাশর্^বর্তী হোসেনপুর উপজেলায় পাচার করছে। পরে উপসহকারী কৃষি কর্মকর্তা আফাজ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে টমটম গাড়িটি আটক করে। এসময় তল্লাশি চালিয়ে টমটম গাড়ি থেকে ১৩বস্তা ডিএফপি, এমওপি ১২বস্তা ও টিএসপি ৫বস্তা সার গাড়িসহ জব্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই আলম বলেন, আজ শুক্রবার থাকায় সারগুলো জব্দ করে সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ টিটুর জিম্মায় রাখা হয়েছে। আগামীকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সঙ্গে পরামর্শ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।