স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গতকাল রাতে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহত হওয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ রবিবার বিকালে জেলা শহরের বড় বাজার এলাকার হোটেল ক্যাসেল সালামের সামনে থেকে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বত্রিশ এলাকার জেলা স্মরণী মোড়ে পৌছলে পুলিশ বাধা দিলে ছাত্রদল কর্মীরা স্থান ত্যাগ করে চলে যায়। মিছিলে জেলা ছাত্রদল সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।