স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের ভৈরবে মাদক মামলায় দুই কারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। এ ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদ- ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। আজ বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এই রায় ঘোষণা করেন।
দ- প্রাপ্ত আসামিরা হলেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার দক্ষিণ জাংগিরাই গ্রামের আব্দুল মালেক ও ব্রাক্ষ্মনবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগরের মোখলেছুর রহমান। রায় ঘোষণার সময় মোখলেছুর রহমান উপস্থিত থাকলেও আব্দুল মালেক ছিলেন পলাতক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের আগস্ট মাসে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ভৈরবের দুর্জয় মোড় এলাকায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকারে থাকা দুই মাদক কারবারিকে আটক করে থানায় মামলা দায়েরের পর। আদালত থেকে জামিনে গিয়ে আব্দুল মালেক পলাতক হয়।