পাকুন্দিয়ায় মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় থানা প্রশাসনের উদ্যোগে জনগণকে সচেতন কওে সামাজিক ব্যাধি মাদক, কিশোরগ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ, জমিসংক্রান্ত অপরাধ ও আত্মহত্যার প্রবণতা রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

পাকুন্দিয়া পৌরসভার এক, দুই ও তিন নম্বর বিট পুলিশিং-এর আয়োজনে আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার ডাকবাংলো মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার দুই নম্বর বিটের অফিসার (এসআই) মো. মোশাররফ হোসেন এ সভায় সভাপতিত্ব করেন।

পাকুন্দিয়া পৌরসভার এক, দুই ও তিন নম্বর বিটের জনসাধারণকে নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) নূরে আলম।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিলউদ্দিন, পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পাকুন্দিয়া পৌর বাজার বণিক সমিতির সভাপতি মো. ওমর ফারুক মজলিশ।

অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন পাকুন্দিয়া পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আসাদ মিয়া, পৌর কাউন্সিলর মো. মোজাহিদুল ইসলাম সেলিম, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, পৌর কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন ও উপজেলা যুবলীগ নেতা রানা শিকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম মাদকাসক্ত, ইভটিজার ও কিশোরগ্যাংদেরকে স্বাভাবিক জীবনে ফেরার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ কওে বলেন, প্রতিটা বাবা-মায়ের উচিত সন্তানের প্রতি খেয়াল রাখা, বাবা-মায়ের লক্ষ্য রাখা উচিত তাঁর ছেলেটা কার সঙ্গে মেশে, কোথায় যাচ্ছে কি করছে। তবেই আপনার সন্তান ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। এ বিষয়ে প্রতিটি বাবা-মা ও প্রতিটি পরিবার সচেতন হতে হবে। প্রতিটি পরিবার যদি সচেতন থাকে, তাহলেই এসব অপরাধ দূর করা সম্ভব। তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, আসুন আমরা সবাই মিলে এ কাজটি করি। সবাই মিলে যদি এ কাজটি করতে পারি তবেই এই সমাজ থেকে মাদক বিক্রেতা, মাদক সেবনকারী, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহসহ সকল ধরণের অপরাধ নির্মুল করে সুন্দর শান্তিপূর্ণ সমাজ উপহার দেওয়া সম্ভব।

Share.