স্টাফ রিপোর্টারঃ
মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মান প্রকল্পের আওতায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে বড়পুল মোড়ে স্থাপিত স্মৃতিসৌধের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
স্মৃতিসৌধে বঙ্গবন্ধু’র সাত’ই মার্চের ভাষণ, জাতীয় চার নেতা, স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের চিত্র তুলে ধরা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এক কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করেছে।
উদ্বোধনের সময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেরা ভাইস চেয়াম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তারসহ প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।