ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

0

স্টাফ রিপোর্টারঃ
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম কিশোরগঞ্জ।

এসময় সংগঠনের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এসময় দুর্নীতি দমন ও প্রতিরোধে বিভিন্ন সুপারিশ ও কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা।

ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিপিএফের মেম্বার চন্দ্রা রাণী সরকার। সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, ব্রিটিশ কাউন্সিলের প্লাটফর্ম ফর ডায়লগ প্রকল্পের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মোহাম্মদ নূরে আলম উপস্থিত ছিলেন।

Share.