আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরকাহেৎধান্দুল গ্রামের পরিবার কল্যাণ সহকারী উম্মে আয়মন লিমাকে চেনেনা গ্রামবাসি। ভুয়া ঠিকানা ব্যবহার করে এ পদে চাকরি নিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকার লোকজন নিয়োগ দাতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে একই পদে অপর আবেদনকারী একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সানজিদা আক্তার, লিজা আক্তার, মাইমুনা আক্তার ও পূর্ণিমা আক্তার পৃথক ভাবে আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, নিয়োগপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী উম্মে আয়মন লিমা চরফরাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরকাহেৎধান্দুল গ্রামের বাসিন্দা নন। তাঁর বাড়ি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে। তিনি ভুয়া ঠিকানা দিয়ে জালিয়াতি করে এ চাকরি নিয়েছেন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ওয়ার্ড বা গ্রামের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। কিন্তু উম্মে আয়মন লিমা ৬নং ওয়ার্ডের বা চরকাহেৎধান্দুল গ্রামের স্থায়ী বাসিন্দা না হয়েও পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ পেয়েছেন। অভিযোগকারী সানজিদা আক্তার বলেন, পরিবার কল্যাণ সহকারীকে ৬নং ওয়ার্ডের কেউ চেনেনা। এমনকি চরকাহেৎধান্দুল গ্রামের লোকজনের কাছেও অপরিচিত। অথচ তিনি ৬নং ওয়ার্ডের চরকাহেৎধান্দুল গ্রামের ঠিকানা ব্যবহার করে চাকরি নিয়েছেন।
জানা গেছে, পরিবার কল্যাণ সহকারী পদে লোক নিয়োগের জন্য ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দেয় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। চলতি বছরের ২৫ নভেম্বর লিখিত ও ২৮ থেকে ৩০ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জে। ৩ ডিসেম্বর উম্মে আয়মন লিমাকে নিয়োগ দেওয়া হয়।
চরফরাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার রজব আলী বলেন, লিমা এই ওয়ার্ডের চরকাহেৎধান্দুল গ্রামের বাসিন্দা নন। তাকে আমি চিনিনা। তাকে এই এলাকায় কোনদিন দেখিনি। তবে শুনেছি তাঁর স্বামী সারোয়ার মোস্তফার দাদা চরকাহেৎধান্দুল গ্রামের বাসিন্দা ছিলেন।
এ ব্যাপারে উম্মে আয়মন লিমার স্বামী সারোয়ার মোস্তুফা বলেন, চরকাহেৎধান্দুল গ্রামে আমি বসবাস না করলেও ওই গ্রামে আমাদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। এর স্বপক্ষে কাগজপত্রও আছে। ওই কাগজপত্র অনুযায়ী আবেদন করেছি।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।