সাবেক এমপি অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ মারা গেছেন

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জ-১ (পাকুন্দিয়া-হোসেনপুর) আসনের দুইবারের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।

তিনি জানান, অধ্যাপক ড. আলা উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিস ও হৃদরোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ রাজনৈতিক জীবনের অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

জানা গেছে, প্রবীন রাজনীতিবিদ অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ ১৯৯৯ সালে প্রথম বারের মত আওয়ামীলীগ থেকে উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে আওয়ামীলীগ থেকে নৌকা মার্কা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

আগামীকাল বুধবার সকাল ১০টায় তাঁর নিজ গ্রামের বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সদ্য প্রয়াত এই সংসদ সদস্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালের ১৮ জুলাই থেকে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ও পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দসহ আওয়ামীলীগের রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Share.