কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

0

স্টাফ রিপোর্টারঃ
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্থানীয় একটি পত্রিকা অফিস কার্যালয়ের সামনে সভার আয়োজন করা হয়। এসময় প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক শিক্ষাবিদ আবু খালেদ পাঠান।

বক্তারা বলেন, এ দেশের স্বাধীনতাকে ভুলন্ঠিত করতে দেশকে মেধা শূণ্য করতে পাকিস্তানি ধূসররা দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তারা এ দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে আনতে এখনও স্বক্রিয় রয়েছে। তাদের থেকে সবসময় সর্তক থাকতে হবে।

এসময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু তাহেরের সঞ্চালনায় আজীবন সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কাশেম, প্রবীণ সাংবাদিক সুবীর বসাক, কবি আবুল এহসান অপু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক কায়সার আহমেদ লিংকনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Share.