কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে পতাকা উত্তোলন করা হয়।

এরপর গুরুদয়ায়ল সরকারি কলেজ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রেরপক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এরপর পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পৌর মেয়র, জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও সকল শ্রৈণি পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বর্ণাঢ্য কুজকাওয়াজ প্রর্দশন শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

বিকেলে পুরাতন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়।

Share.