মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া মানে দেশ ও জাতি সম্মানিত হওয়া

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া মানে, দেশ ও জাতির সম্মানিত হওয়া। আপনাদের সম্মান করলে দেশ সম্মানিত হয়, জাতি সম্মানিত হয়। আপনাদের চেয়ে বড় কেউ নয়।

আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূর মোহাম্মদ এ কথা বলেন।

তিনি আরো বলেন, একটা স্বাধীন দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি। আমাদের পরবর্তী প্রজন্মও বড় হবে। আর এই কাজটিই করেছেন আপনারা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এ কাজটি করেছেন। তিনি বলেন, হুট করেই এ দেশটি স্বাধীন হয়ে যায়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন, আপনারা ঝাঁপিয়ে পড়েছেন। আপনাদের রক্ত আর আমাদের মা-বোনদের সম্ভ্রণের বিনিময়ের পর স্বাধীনতা অর্জিত হয়েছে। তাইতো আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতি আপনাদের চিরকাল স্মরণ করবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য, জাতির শ্রেষ্ট সন্তানদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। তিনি আপনাদের জন্য যা করেছেন এর আগে কোনো প্রধানমন্ত্রী বা কোনো সরকার তা করে নাই।

উপজেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী। উপজেলা একাডেমিক সুপার ভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারওয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. মেজবাহ উদ্দীন ও মো. মুজিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share.