৩৫ জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ ডিসেম্বর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান, পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ ফরহাদ প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকারের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিন হোসাইন, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক আবদুল কাহার আকন্দসহ জেলার ৩৫ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

Share.