শীতের তীব্রতা প্রতিদিন বেড়েই চলেছে। আর এতে সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও দরিদ্র শ্রেণির জনগোষ্ঠী। শীতার্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের ‘উদ্যোগ স্যোসাল ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন।
সোমবার বিকেলে বাজিতপুর উপজেলার বোর্ডবাজার এলাকায় ২০০ টি অসহায় পরিবারের সদস্যদের মধ্যে কম্বল তুলে দেন সংগঠনটির সদস্যরা। কম্বল পেয়ে খুশি এসব দিনমজুর ও খেটে খাওয়া পরিবারের সদস্যরা।
সুলতানপুর এলাকায় বাসিন্দা ৬০ বছর বয়সী লালবানু জানান, শীত আওনের ফরে থাইক্যা একটা কম্বলের লাইগ্যে কয়েকজনের দ্বারে গেছি, কেউ দিল না। খালি কয় আর কয়দিন ফরে দিমুনে। আজকে এরা খবর দিছে কম্বল নিতাম। কম্বলডা পাইয়া আমি খুব খুশি অইছি। একই এলাকার ৫৫ বছর বয়সী আবদুল মালেক জানান, মাইসের দ্বারে গিয়াও কম্বল পাইছি না। আর এরা বাড়িত থাইক্যে গিয়া আমার নাম লেইখ্যা আনছে৷ আজকে আমারে একটা কম্বলও দিসে। আল্লাহর কাছে এরার লাগি দোয়া করমু।
২০১৯ সালের বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকার স্কুল ও কলেজ পড়ুয়া ১০১ জন তরুণের সমন্বয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। করোনাকালে স্বাস্থ্য সামগ্রী বিতরণের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমের পর এবার শীতে কম্বল নিয়ে মানুষের পাশে থেকে সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে উপজেলাব্যাপী ব্যাপক সুনাম কুড়িয়েছে।
উদ্যোগ সোশ্যাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ বুরহান উদ্দিন পরান জানান,এই সংগঠনের মাধ্যমে আমরা জেলা জুড়েই মানবিক কাজ করে থাকি। আজকে ২০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছি। এবার শীতেও ব্যতিক্রম হয়নি, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। সামনে আরও মানবিক কার্যক্রম নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করবেন বলেও জানান তিনি।