স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে টমটম চালক মুসলিম উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের জেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে মুসলিম উদ্দিনের পরিবারের লোকজন।
এসময় নিহতের স্ত্রী ফাতেমা বলেন, সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া (দপ্তরীকান্দা) গ্রামের মৎস্যচাষী ও টমটম চালক মুসলিম উদ্দিনের ভাই আলাউদ্দিন ও মোহাম্মদ আলীর সাথে র্পাশ^বর্তী এলাকার অভিযুক্ত উজ্জল ও রাসেলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২২ সালের ২১ জুলাই রাত সাড়ে সাতটার দিকে বটখিলা মোড়ে কথাকাটাকাটি হয়। এরই জেরে ওইদিন রাত আটটার সময় দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা দলবলে আলাউদ্দিন ও মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে। এসময় নিহত মুসলিম উদ্দিন ভাঙচুরে তাদের বাঁধা দিলে তাকে পিটিয়ে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৬ জনকে আসামি করে থানায় হত্যা নিহতের স্ত্রী মোছাঃ ফাতেমা হত্যা মামলা দায়ের করেন। পরর্বতিতে পুলিশ অভিযুক্ত আঃ মালেকের ছেলে মোঃ উজ্জল ও মৃত র্মুশিদ আলীর ছেলে আঃ মালেককে গ্রেফতার করে আদালতে সোর্পদ করলে আদালত জেল হাজতে প্রেরণ করে। পরে হাইকোর্ট থেকে ৬মাসের জামিনে যান অভিযুক্তরা। জামিনে এসে মামলা তুলে নেওয়াসহ হত্যার হুমকি দিয়ে আসছে। দ্রুত অন্যান্য আসামিদের গ্রেফতার ও জামিন বাতিলসহ অভিযুক্তদের শাস্তির দাবি জানান ভুক্তভোগী লোকজন।
বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে তদন্তধীন আছে। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোস্তাফিজ বলেন ইতোমধ্যে ভিসেরা রিপোর্ট তাদের হাতে রয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত মুসলিম উদ্দিনের মেয়ে মোছাঃ মিতু আক্তার, স্মৃতি আক্তার, ভাই মোহাম্মদ আলী, মোঃ আসাদ ছাড়াও মোছাঃ আলফাতু, জমিনা খাতুন, মোঃ নয়ন, মোঃ মঈন উদ্দিন, মহিউদ্দিন, জরিনা আক্তারসহ আরো অনেকেই।