স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে সরকারের শুল্ককর ফাঁকি দিয়ে আনা ১ কোটি ৫ লাখ ৬৬ হাজার ৬০০শত ৮০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, তেল, ফেইস ওয়াস, মেহেদি, টুথপেস্ট ও ঔষধসহ চার চোরাকারবারিকে আটক করেছে র্যাব।
আজ (শুক্রবার) সকালে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারির বিষয়টি জানার পর সত্যতা যাচাইয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালিখোলা বাজার ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কুতুব উদ্দিনের গুদাম ঘর থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করাসহ মাসুক মিয়া, কুতুব উদ্দিন, আক্তার হোসেন ও আবুসিদ্দিককে আটক করা হয়।
এসময় ভারতীয় ২ হাজার ৯৬৮ পিস শাড়ী, ৩৯৯পিস লেহেঙ্গা, ছোট বড় ২ হাজার ১৯২ পিস তেল, ২ হাজার ৫২০ পিস ফেইস ওয়াস, ৩ হাজার ৩৬০ পিস এ্যান্টিসেপ্টিক আয়ুর্বেদিক ক্রিম, ৮ হাজার ৬৪০ পিস মেহেদিসহ নগদ ৪৪ হাজার ৯০০টাকা উদ্ধার করা হয়।
দীর্ঘদিন যাবত সুনামগঞ্জ বর্ডার এলাকা দিয়ে ভারতীয় এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে নৌ পথে পাচারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হতো বলে জানান আটকৃতরা। তাদের ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।