কিশোরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে সদর উপজেলার চৌদ্দশত শিয়াল মারা এলাকায় বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নরসিংদী, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, বগুড়া, দিনাজপুর, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৭০টি ঘোড় সোয়ারি ১ হাজার মিটার দৌড়ে অংশ নেন। এসময় শিশু, বৃদ্ধ, নারী-পুরুষহ নানা শ্রেণি পেশার অন্তত ৫০ হাজার মানুষ ঘোড় দৌড় উপভোগ করতে ভিড় জমায়। বড়, মাঝারি ও ছোট এই তিন ভাগে মোট পাঁচটি ধাপে প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতায় বড় ঘোড়ার মধ্যে টাঙ্গাইলের মায়ের দোয়া, মাঝারি ঘোড়ার মধ্যে ব্রাক্ষ্মণবাড়িয়ার সোনার বাংলা ও ছোট ঘোড়ার মধ্যে কিশোরগঞ্জ সদরের জালুয়াপাড়া এলাকার মহির উদ্দিনের ঘোড়া প্রথম হয়।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উপভোগ করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এ সময় তাঁর ছোট বোন সৈয়দা রাফিয়া নূর রূপা তার সঙ্গে থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, চৌদ্দশত ইউপি চেয়ারম্যান মো. আতাহার আলী, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ আফাকুল ইসলাম নাটু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজয়ী ঘোড়ার মালিকদের মধ্যে বড় গ্রুপের প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা, মাঝারি গ্রুপের প্রথম পুরস্কার হিসেবে ৩০ হাজার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা এবং ছোট গ্রুপের প্রথম পুরস্কার হিসেবে ১০ হাজার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা প্রদান করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Share.