কিশোরগঞ্জের কটিয়াদীতে চান্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহফুজুর রহমান ও সাবেক স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের ভাই ও স্বজনদের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এর নির্দেশ ও হস্তক্ষেপে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মোস্তাক সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, ওসি (তদন্ত) কাজী মাহফুজ সিদ্দীকি, এসআই দুলাল মিয়া সহ পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শনিবার সন্ধ্যার পরে মডেল থানায় এক শালিসের মাধ্যমে এ ঘটনার পরিসমাপ্তি ঘটে।
এ সময় উভয় পক্ষ তাদের দাখিলকৃত মামলা প্রত্যাহারের অঙ্গীকার ব্যক্ত করেন । এক পক্ষে ছিলেন নাছির উদ্দিন, দুলাল মিয়া, ছদরুল বাচ্চু, তোফাছান ও অপর পক্ষে ছিলেন মুন, শওকত উসমান শুক্কুর আলী, ইনসাফ আলী, আজহারুল হক ও ফজলুল হক বকুল।
জানা যায়, উপজেলার চান্দপুর ইউনিয়নে পূর্বপাড়া গ্রামে সাবেক সচিব আব্দুল মান্নানের বাড়ির সামনে পুকুর পাড় সংলগ্ন রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে সচিবের ভাই নাছির উদ্দিনসহ স্বজন ও স্থানীয় চেয়ারম্যানের লোকজনের মধ্যে মারামারির প্রেক্ষাপটে থানায় উভয় পক্ষ মামলা দায়ের করেছিলো। এ ঘটনার প্রেক্ষাপটে উত্তেজনা বিরাজ করছিলো এলাকায়।