আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারিকেলতলারচর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাংগনের ঝুকিতে পড়েছে আশপাশের বসতবাড়ীরসহ ফসলী জমি। বালু উত্তোলন বন্ধ করতে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন নারিকেলতলারচর গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম নামের এক কৃষক।
লিখিত অভিযোগ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ব্রহ্মপুত্র নদ থেকে গত কয়েকদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন উপজেলার মির্জাপুর গ্রামের মৃত করিম মিয়ার ছেলে আশরাফ উদ্দিন ও তার সঙ্গীরা। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে বালু তোলায় ভাংগনের ঝুকিতে পড়েছে ফসলী জমি ও বসতবাড়ি। বালু উত্তোলনে নিষেধ করলে দেওয়া হচ্ছে হুমকি।
এ বিষয়ে অভিযোগকারী নূরুল ইসলাম বলেন, প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ড্রেজার দিয়ে বালু তুলে বাল্কহেড দিয়ে রাতের আঁধারে পাচার করছে। এতে আমাদের বাড়িঘর ও জমিজমা নদী গর্ভে বিলীন হচ্ছে। নদী থেকে বালু উত্তোলন করতে তাদের কয়েকবার না করেছি। এ জন্য এখন তারা আমাদেরকে উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আশরাফ উদ্দিন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। এটি ওপর মহলের বিষয়। আমাকে অহেতুক দোষারোপ করা হচ্ছে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।