আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১০জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান ব্যুরো অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাবলেট বিতরণ করা হয়।
জানা যায়, পাকুন্দিয়া উপজেলায় জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট সমূহ (এক ধরণের মোবাইল কম্পিউটার) মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক ও সমমানের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলম, পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার উদ্দিন মানিক, উপজেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা ওমর ফারুক, জুনিয়র পরিসংখ্যা কর্মকর্তা তাসলিমা সুলতানা লাকি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।