স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিতে হালচাষকে কেন্দ্র এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী। শুক্রবার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলা সদরের কলাতুলী গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।
প্রাণে বাঁচতে নিজের ঘরে আশ্রয় নিয়েছিলেন, করিমগঞ্জ উপজেলার কলাতলী গ্রামের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ি মো: সিরাজুল ইসলাম। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘরের ভেতর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে। তাইতো এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেনা স্বজনরা।
পুলিশ জানায়, সিরাজুল ইসলামের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন, একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে জামান। জমি চাষের টাকা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যার দিকে ট্রাক্টর মালিক জামানের সাথে কথাকাটাকাটি হয় সিরাজুলের। এ সময় তিনি হামলার ভয়ে দ্রুত জমি থেকে বাড়িতে চলে যান।
কিছুক্ষণ পর জামান ও তার স্বজনরা দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় সিরাজুল ইসলামের বাড়িতে। এ সময় ঘরের ভেতর কুপিয়ে গুরুতর আহত করা হয় সিরাজুলকে। আশংকাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। মূল হত্যাকারীদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত সিরাজুল ইসলাম কলাতুলী গ্রামের মো: আব্দুল মোতালিবের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিন একটি টং দোকানে ব্যবসা করতেন।