মহিনন্দ ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

0

স্টাফ রিপোর্টারঃ
রমজান মাস আইলেই আমডার দেশ জিনিসপত্রের দাম বাইরে যায়। আমরা গরীব মানুষ, বাজার থেকে কিন্নে খাওয়া সম্ভব না। সামনে ঈদ। ঈদে কাপড় কিনবাম না খাবার কিনবাম এই চিন্তায় আছি। প্রধানমন্ত্রী আমডার লাই¹ে ঈদ উপলক্ষে চাউল দিছে আমরা অনেক খুশি। এহনতো চাউলের চিন্তাডা কমলো। ঈদ সুন্দর মতে করতে পারবাম।

আজ (১৬ এপ্রিল) সকালে ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪নং মহিনন্দ ইউনিয়ন পরিষদে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে দশ কেজি করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণের সময় এভাবে কথা গুলো বলছিলেন কলাপাড়া এলাকার আঙ্গুরা খাতুন।

আঙ্গুরা খাতুনের মতো মহিনন্দ উত্তরপাড়ার আব্দুল আজিজ, ভাস্কর খিলার মালেকা আক্তার, চংশোলাকিয়ার গিয়াস উদ্দিন, কলাপাড়া এলাকার অনুফা আক্তারসহ অনেকেই তাদের মতো করে মনের ভাব প্রকাশ করেন। কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

৪নং মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, এ বছর ভিজিএফ কার্ডের আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ৪ হাজার ৭২ জন হতদরিদ্র মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। রবিবার (১৬ এপ্রিল থেকে ১৭ এপ্রিল) সোমবার এই দুইদিন সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত চাল বিতরণ কার্যক্রম চলবে।

Share.