অবশেষে পরীক্ষায় অংশ নিলো তাশফিক

0
মিজানুর রহমানঃ
চলমান এসএসসি পরীক্ষা শুরু হওয়ার মাত্র দুদিন আগে তাশফিক জানতে পারলো স্কুল থেকে তার ফরম ফিলাপ না হওয়ায় এডমিট কার্ড ইস্যু করা হয়নি।  চরম হতাশায় পরে গেলো শিক্ষার্থী ও তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে  প্রধান শিক্ষককে দায়ী করাসহ ফরম ফিলাম না হওয়ায় পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারার বিষয়টি উল্লেখ করেন সে শিক্ষার্থী।
আর সেদিন রাতেই বাজিতপুর উপজেলার গণমাধ্যম কর্মী মো. আল আমিনের নজরে পরে পোস্টটি। তাৎক্ষণিক জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে কল করে বিষয়টি জানায়। পুলিশ সুপার বিষয়টি জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করলে স্কুল কর্তৃপক্ষকে জেলা প্রশাসক পরীক্ষা দেওয়ার সকল ব্যবস্থা সম্পন্ন করার নির্দেশ দেন।
অবশেষে শনিবারের দিকে মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এডমিট ও রেজিঃ কার্ড হাতে পায় এ পরীক্ষার্থী। রবিবার প্রথম পরীক্ষায় অংশ গ্রহণ করতে পেরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এ পরীক্ষার্থী।
জানা যায়, করোনা চলাকালীন পরীক্ষার্থী তাশফিকের বাবার ব্যাবসায় ক্ষতি ও পরিবার ঋণগ্রস্থ হয়ে পরায় তারা নানা বাড়ি জামালপুরে চলে যায়। মাঝে মধ্যে সে কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজে পরীক্ষা ও ক্লাস করতে আসতো। এরইমধ্যে স্কুলের বেতন অনেক বকেয়া পড়ে যায়। গত ডিসেম্বর মাসে টেস্ট পরীক্ষা শুরুর আগে বিশ হাজার টাকা পরিশোধ করে বাকী বকেয়া যথা সময়ে  দিতে না পাড়ায় স্কুল কর্তৃপক্ষ তার ফরম পূরণ করেনি।
Share.