নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন চান এ কে এম দেলোয়ার হোসেন

0
মিজানুর রহমানঃ
জীবনের শেষ ইচ্ছে পূরণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২, (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে নৌকার মনোনয়ন চান একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ। বর্তমানে তিনি মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদনের ভিত্তিতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োজিত আছেন ৷
তিনি সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন । এগুলোর মধ্যে সদস্য, বোর্ড অব গভর্ণর, Capital Marketing Stabilization Fund (CMSF); পরিচালক, অগ্রণী ইকুইটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, অগ্রণী ব্যাংক লিঃ; পরিচালক, ইনডেক্স এগ্রো লিমিটেড; পরিচালক, প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড; পরিচালক, এডভেন্ট ফার্মা লিঃ; সদস্য, External Credit Rating Committee, WASO Credit Rating Company (BD) Ltd.; মহাসচিব, কনসালটেটিভ কমিটি অব পাবলিক এন্টারপ্রাইজেস (CONCOPE).
প্রখর মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন প্রতিভাবান ব্যক্তিত্ব এ কে এম দেলোয়ার হোসেন, এফসিএমএ-এর নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগযোগ ও নিবিড় সম্পর্ক। তিনি কটিয়াদি এবং পাকুন্দিয়া উপজেলার প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে সর্বদা যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। দলীয় বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে উজ্জীবিত করছেন নেতাকর্মীদের। ইতোমধ্যেই তাঁর একটি বিশাল রাজনৈতিক বলয় তৈরি হয়েছে। এছাড়াও তিনি অসংখ্য স্কুল, কলেজসহ রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত । তাঁর কর্মী সমর্থকেরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন পেতে অধীর আগ্রহী। তাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে জনাব এ কে এম দেলোয়ার হোসেন, এফসিএমএ কে নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ইতোমধ্যেই তিনি বিভিন্ন অসহায় হতদরিদ্র মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে ব্যাপক সুনাম অর্জন করেছেন । তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেকে আত্মনিয়োগ করেছেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন (কটিয়াদি ও পাকুন্দিয়া) হতে বিশিষ্ঠ সামাজিক, রাজনৈতিক , শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ জনাব এ কে এম দেলোয়ার হোসেন, এফসিএমএ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ।
বৃহস্পতিবার কটিয়াদী পৌর সদরে একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি জীবনের শেষ ইচ্ছার প্রত্যাশা ব্যক্ত করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হয়ে তিনি এলাকাবাসীর জীবন মান উন্নয়নে নিজেকে উৎসর্গ করার মত প্রকাশ করেন। মতবিনিময় সভায় কটিয়াদী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Share.