পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন

0

আছাদুজ্জামান খন্দকারঃ
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সোমবার (২২ মে) থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৩। আগামি ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে।

এ উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা ভূমি কার্যালয় চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভূমি কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Share.