ডিপ্লোমা প্রকৌশলীদের সরকারের বিপক্ষে মাঠের আন্দোলনে ঠেলে দেওয়ার কৌশল নিয়েছে একটি চিহ্নিত আমলাচক্র

0

স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবীদের সমস্যার সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০-এর বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও সংশোধিত ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ গেজেট প্রকাশসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।

বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

তাদের দাবিগুলো হলো- প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা নির্ধারণসহ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করতে হবে।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের মতো একটি স্পেশাল ইনক্রিমেন্ট দেওয়া এবং ডিজাইন ও প্ল্যানিং সংস্থায় কর্মরত উপ-সহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলীদের ন্যায় তিনটি স্পেশাল ইনক্রিমেন্ট, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণ, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্ভিস রুল অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থাসহ সকল সরকারি প্রতিষ্ঠানের জনবল নিয়োগ।

দক্ষ ও আধুনিক জ্ঞান নির্ভর টিভিইটি গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে তীব্র শিক্ষক সংকট দূরীকরণ, শ্রেণিকক্ষ, ল্যাব, ওয়ার্কশপ সংকটসহ পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসি শিক্ষকদের পদোন্নতি প্রদান, পলিটেকনিক ইনস্টিটিউটের নিয়োগবিধি সংশোধন করে ক্যাডার ও নন-ক্যাডার পদগুলো একীভূত করে বিদ্যমান নন-ক্যাডার পদগুলো জনবলসহ ক্যাডারে আত্তীকরণ প্রক্রিয়া বাস্তবায়ন, এসইআইপি প্রকল্পের শিক্ষকদের প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নিয়মিতকরণ ও ৩৪ মাসের বকেয়া বেতন প্রদান, সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ছাত্র ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধি এবং ২৯টি ইমার্জিং টেকনোলজি বেকার ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের বিভিন্ন সরকারি সংস্থায় পদ সৃষ্টিসহ নিয়োগের ব্যবস্থা করতে হবে।

সরকার অনুমোদিত চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স চার বছরেই রাখার প্রধানমন্ত্রীর ঘোষণার পরও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত ইতোপূর্বে গঠিত কমিটি অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হারুক আহামেদ তার বক্তব্য বলেন, ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আয়োজিত আইডিইবির জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর জনস্বার্থবিরোধী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণসহ আপত্তিকর বিভিন্ন ধারা, উপ-ধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়াারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য কারিগরি পেশাজীবীদের মতো একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং পলিটেকনিক ইনস্টিটিউটসহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক স্তরে এসএসসি ভোকেশনাল শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়াধীন টিটিসিতে বিদ্যমান শিক্ষক-ছাত্রদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। তবে দীর্ঘদিনের অপেক্ষাতেও সমস্যা সমাধানে কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।

প্রধানমন্ত্রী এরই মধ্যে একাধিকবার বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন কর্মযজ্ঞের ৮৫ ভাগ কাজ ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জনগণের কল্যাণে কাজ করার স্বীকৃতি দিয়ে গণপ্রকৌশলী হিসেবে আখ্যায়িত করেছেন। সেই উন্নয়ন কর্মীদের অত্যন্ত কূটকৌশলে সরকারের বিপক্ষে মাঠের আন্দোলনে ঠেলে দেওয়ার কৌশল নিয়েছে একটি চিহ্নিত কারিগরি আমলাচক্র।

সে আমলাচক্র ডিপ্লোমা আন্তর্জাতিকভাবে স্বীকৃত চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ তিন বছরে আনা, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বয়স্ক শিক্ষার্থী ভর্তি করা, বিভিন্ন প্রকৌশল সংস্থায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ষড়যন্ত্রমূলক পদোন্নতি প্রদান, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট উপেক্ষা করে অর্গানোগ্রাম প্রণয়ন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মপ্রবেশের পথ রুদ্ধ করা, বেসরকারি বিভিন্ন সংস্থায় ও প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পদবি ও বেতন স্কেল না দিয়ে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. হারুন-অর-রশিদ, সদস্য সচিব মো. ইয়াসিন খান, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হারুক আহামেদ, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন পিয়াস, সদস্য সচিব মো. ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.