খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী, শাড়ি, লুঙ্গি ও স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মসিউর রহমান হুমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী, শাড়ি,লুঙ্গি ও স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা: মো: তানভীর হাসান জিকো, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসেন উজ্জ্বল ,পুমদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: কাইয়ুম প্রমূখ।
আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি পরিবারের সদস্যের মাঝে কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, আলু, মুরগী, পেয়াঁজ, তেল, চিনি, সেমাই বিতরন করা হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।