নিকলী ঘুরতে এসে বাড়ি ফেরা হলোনা ভাসনার

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের চাকায় স্পৃষ্ট হয়ে ভাসনা বেগম (২৫) নামের মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (০১জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার মধ্য পাকুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভাসনা বেগম গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার ডুমবাড়িচালা গ্রামের মোজাম্মেল হোসেনের স্ত্রী।

জানা গেছে, শনিবার দুপুরে ভাসনা বেগম, তার মেয়ে এবং বড় বোনের ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জের নিকলী হাওরে বেড়াতে আসেন। ফেরার পথে রাত ৮ টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভাসনা বেগমের মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে।

Share.