হাওরে নিখোঁজের ৪২ ঘণ্টা পর কার্গো শ্রমিকের মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নিখোঁজের ৪২ ঘণ্টা পর কার্গো শ্রমিক মুসলিম উদ্দিন (৫০) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মুসলিম উদ্দিন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ত্রিপুরা গ্রামের মান্নান মিয়ার ছেলে। তিনি পাথর বোঝাই কার্গো জাহাজের শ্রমিক হিসেবে কাজ করতেন।

জানা গেছে, সিলেট থেকে পাথরবোঝাই করে একটি কার্গো ময়মনসিংহের নান্দাইলের তারেরঘাট এলাকায় যাচ্ছিলেন। পথে সোমবার সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জের ইটনার হাজারিকান্দা হাওরের তৌফিক পল্লীর সামনের এলাকায় মুসলিম উদ্দিন পানিতে তলিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ৪২ ঘণ্টা পর বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে এলংজুড়ি কাকটেঙ্গুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানিয়েছেন, সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় পাথরবোঝাই কার্গো জাহাজ ইটনা উপজেলার হাজারিকান্দা হাওরের তৌহিদ পল্লীর সামনের এলাকায় আটকে যায়। আটকে যাওয়া ওই কার্গো জাহাজটি ওই স্থান থেকে ছাড়াতে হাওরে নামেন শ্রমিক মুসলিম উদ্দিন। জাহাজটি ছাড়িয়ে উঠার সময় তিনি তলিয়ে যান। এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আমিনুর রহমানের নেতৃত্বে ডুবুরি কবির হোসেন ও বিদ্যা সাগর উদ্ধার অভিযান পরিচালনা কওে বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ইটনা পুলিশের কাছে হস্তান্তর করেন।

Share.