বিএনপি’র পদযাত্রায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত শতাধিক

0

স্টাফ রিপোর্টারঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালনের সময় পুলিশ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বিএনপি ও পুলিশ সদস্যদের মধ্যে শতাধিক আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আসেন জেলা ও উপজেলার নেতাকর্মীরা। পরে দুপুর ১২ টায় গুরুদয়াল কলেজ মাঠ থেকে জেলা বিএনপি’র ব্যানারে শান্তিপূর্ণ ভাবে পদযাত্রা বের হয়। শহরের আখড়া বাজার হয়ে ঈশা খাঁ রোডের রথখলা এলাকায় পৌঁছালে পুলিশ বিএনপি’র পদযাত্রায় বাঁধা দেয় এসময় বিএনপি’র নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে দফায় দফায় প্রায় ১ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এসময় মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি খাইরুল আলম ফয়সাল আহত হন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন জানান, তিনিসহ প্রায় ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে কেন্দ্রীয় যুব দলের পল্লী উন্নয়ন সমবায় সম্পাদক মাহামুদুল হাসান হিমেল, সহ-আইন বিষয়ক সম্পাদক আল মোতুজা আল কামাল মোস্তাক, সদস্য সবুজ ভূইয়া, জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তফা তাজবির, সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জমান পার্নেল, পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়ার মুসা তান্না, নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, পাকুন্দিয়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জজ মিয়া রয়েছেন। এছাড়াও জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনঅষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল হক শহীদ, যুবদল নেতা নাঈম মিয়া, আল আমিন আহত হয়েছেন। তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন । এছাড়াও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা আহত হয়েছেন।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি সার্জন (ইর্মাজেন্সি মেডিকেল অফিসার) ডাঃ আনন্দ বসাক কালবেলাকে বলেন, বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ছয়জন চিকিৎসা নিয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল। পদযাত্রাটি রথখলা এলাকায় পৌঁছালে পুলিশ বাঁধা দেয় এসময় পুলিশ নেতাকর্মীদের উদ্দেশ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এ ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আটকের ব্যাপারে এখনো জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মোস্তাক সরকার জানান, বিএনপির পদযাত্রাটি গুরুদয়াল কলেজ থেকে বের হয়ে শহরের রথখলা এলাকায় এসে শেষ হওয়ার কথা ছিল। তারা রখখলা এলাকায় পৌঁছালে পূর্ব নির্ধারিত রথখলা মাঠে বিএপির নেতাকর্মীদের অবস্থান করতে বলা হয়। এসময় বিনা উস্কানিতে পুলিশের উপর বিএনপি’র নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Share.