স্টাফ রিপোর্টারঃ
রিকশাওয়ালা ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে ভ্যাট-ট্যাক্স দেয়। সেই টাকা সরকারি ফান্ডে জমা হয় আর সেই টাকা লুটপাট করে প্রায় ১৪ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আজকে বিদেশে বেগম পাড়া তৈরি হয়। ভ্যাট-ট্যাক্স আমরা কি কম দেই নাকি? কিন্তু সব সুযোগ-সুবিধা ভোগ করে সরকার দলীয় লোকজন। চাকরির ব্যপারেও অন্য দলের তাদের কোনো সুযোগ নেই। ভ্যাট-ট্যাক্সের ব্যাপারে খুজ নিছি হিংস ভাগ ওদের দলীয় লোকজনই ভ্যাট-ট্যাক্স দেয় না। আমরা ঠিকমতো দেই আর ওরা পাচার করে আমাদেরকে টুনটুনাটুন শব্দ আমাদেরকে শিখায়।
শনিবার (২২ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
আর বারবার দিনের ভোট রাতে বাক্সে ঢুকিয়ে ক্ষমতায় যেয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদেরকে শোনায়। হে যুবকরা তোমরা যদি আওয়াজ তুলতে থাকো। যারা ঘরের মালিক রয়েছে তারা যদি শব্দ করে তুলে চোররা বাংলার জমিন থেকে পালানোর পথ পাবেনা। মজলুমদের দোয়া আল্লার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আজকে কতো মায়ের বুক খালি হয়েছে। কতো সন্তান এতিম হয়েছে। কতো স্ত্রী আজকে বিধবা হয়ে গেছে। তারা চোখের পানি ফেলছে বলছে বসে বসে ফরিয়াদ করছে যুবকদের হুংকারে তাদের পতন হয়ে গেছে। আমাদের বাংলাদেশ স্বাধীন করার মূল একটা কারণেই ছিল সুন্দর একটা নির্বাচন। যেই নির্বাচনে কোনো কারচুপি থাকবে না। অবাদ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আজকে যারা আজকে নিজেদের স্বাধীনতার পক্ষে লোক বলে তারা দেশ স্বাধীন করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে বলেছিলাম দেশ আপনারা স্বাধীন করেন নাই দেশ স্বাধীন করছে দেশের জনগণ। আপনারা স্বাধীনতার এই দোহাই দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য যা ইচ্ছে তাই করতেছেন। এবার আর সেটা হবে না।
ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মারুফ শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জের উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, ইসলামী যুব আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলন কিশোরগঞ্জের সভাপতি মুহাম্মদ মুসা খান, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জের সভাপতি মুফতি কফিল উদ্দিন, ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জের সাবেক সভাপতি মাওলানা মুতাসিম বিল্লাহ মুত্তাকী, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সভাপতি এইচ এম সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল ইসলাম।