খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
রুনা একজন শারীরিক প্রতিবন্ধী ছাত্রী। ছোট বেলা থেকেই সে লেখাপড়ার প্রতি বেশ মনোযোগী ছিল। শারীরিক অক্ষমতার জন্য রুনা ভারী কাজ কর্ম করতে পারে না। কিন্তু এতে সে হতাশ নয়। এ বছর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়ে সে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ- ৫পেয়েছে (যার রোল নং- ৭৫০৮৪১)।
সে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব ঢেকিয়া গ্রামের আবদুল মন্নানের কন্যা। তার পিতা একজন মুদির দোকানদার। পরিবারের আর্থিক অসচ্ছলতার জন্য প্রতিবন্ধী রুনা উচ্চ শিক্ষা গ্রহনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলা সমাজ সেবা অফিস থেকে ২০২২-২০২৩ অর্থ বছরে সে প্রতিবন্ধী ভাতা ভোগী হয়েছে। ভাতার টাকা দিয়েই সে ঔষধ পত্র সংগ্রহ করছে। রুনা আক্তার জানান, ভবিষ্যতে আমি নার্সিং ডিপ্লোমা শেষ করে মানুষের সেবা নিজেকে নিয়োজিত রাখব।