করিমগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা শিক্ষকসহ দুইজন নিহত

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার ৪ (সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয় কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে হাফিজুর রহমান হাশেম (৩২) জেলার ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে। তিনি চৌগাঙ্গা ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। মোটরসাইকেল চালক স¤্রাট মিয়া (৩৮) জেলার তাড়াইল উপজেলা কাজলা গ্রামের নাজিমুদ্দিন ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন।

নিহত হাফিজুর রহমানের বন্ধু করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকে যোগে করিমগঞ্জ সোবহানিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে গার্ড দিতে যাচ্ছিলেন পথিমধ্যে কলেজ মোড়ে আসলে পেছন থেকে ট্রাক্টরটি মোটসাইকেলে ধাক্কা দিয়ে উপরে ওঠে যায় এসময় ঘটনাস্থলে শিক্ষক হাফিজুর রহমান ও চালক স¤্রাট নিহত হয়।

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Share.